আপনি জানেন কি ল্যান্ড শেয়ারে অতি কম খরচে স্বপ্নময়ী ফ্ল্যাটের মালিক হওয়া সম্ভব? 🏠 আমরা প্রচলিত বাজারমূল্য থেকে ৪০% কম মূল্যে যৌথভাবে নির্মাণ করছি আপনার স্বপ্নের ফ্ল্যাট। ♥♥ব্যস্তময় জীবনে একটু প্রশান্তি এবং নিজের মত আজীবন আনন্দে সময় কাটানোর জন্য, আমাদের স্বপ্নের আবাসন- "যেখানে আকাশ ছুঁয়ে দেয় হৃদয়ের সীমানা আর স্বপ্নরা মেঘের ডানায় উড়ে যায় নীলিমায়।" 🏠বিশ্বমানের সুযোগ- সুবিধায় গড়ে উঠা এই প্রকল্পের অবস্থান- রাজধানী ঢাকার প্রান কেন্দ্রে। কিস্তিতে পরিশোধ করে, অতি অল্প টাকায় গড়ে তুলুন আপনার স্বপ্নের আবাসন।
🏠 বর্তমান ও আগামীর পরিকল্পিত ঢাকার সবচেয়ে গুরত্বপূর্ণ অবস্থানে রয়েছে আমাদের কাংখিত স্বপ্নের আবাসন। 🏠আমরা নির্ভেজাল জমি ক্রয় করে গ্রাহকদের সাথে নিয়ে বিল্ডিং নির্মাণ করি। যার কারনে প্রচলিত বাজার মূল্য থেকে আমাদের খরচ অনেক কম।এখন যে প্রযেক্ট হাতে নিবো এটা আমাদের ১২ তম প্রজেক্ট। তাই, শরোজমিনে আমাদের প্রজেক্ট ভিজিট করুন,আপনাদেরকে প্রযেক্ট ভিজিট করার জন্য বিনীত অনুরোধ করছি। 🏠আমাদের প্রকল্পে ১০০% মানসম্মত ও উন্নত মানের ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়। 🏠 এখনই রেশিও অনুযায়ী জমির সাফকবলা রেজিষ্ট্রেশন দিয়ে দেওয়া হবে। বিল্ডিং নির্মানের টাকা ৩ বছর ব্যাপী কিস্তিতে পরিশোধ করা যাবে।